এই পাঁচ সেলিব্রিটি সলমনের বিরুদ্ধে মুখ খুললেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2016 01:44 PM (IST)
1
সোনা মহাপাত্রর কথায়, মহিলাকে নিগ্রহ, গাড়ি চাপা দিয়ে পালানো, বন্য পশু হত্যা। এরপরও দেশের নায়ক! একেবারেই অযৌক্তিক।
2
সোনালি বেন্দ্রে বলেছেন, ধর্ষণকে এত হাল্কাভাবে নেওয়া উচিত নয়।
3
রেনুকা সাহানে বলেছেন, ধর্ষণে কখনই সম্মতি থাকে না!অভিনয়ের জন্য সম্মতি থাকে এবং এর জল্য অভিনেতারা পারিশ্রমিক পান। ধর্ষণের শিকারকে সারাজীবন মূল্য চোকাতে হয়।
4
কঙ্গনা রানাউত বলেছেন, ভয়ঙ্কর কথা, একেবারেই অসংবেদশীল মন্তব্য।
5
অনুরাগ কাশ্যপ বলেছেন, নির্বোধের মতো মন্তব্য। ওর ক্ষমা চাওয়া উচিত।
6
বিভিন্ন বিতর্কে বলিউডের সলমন খানের পাশে থাকাটাই যেন দস্তুর। এবারই প্রথম ব্যতিক্রম দেখা গেল। সলমনের ধর্ষণ সংক্রান্ত মন্তব্যের কঠোর নিন্দা করেছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। দেখে নিন- তাঁরা কী বলেছেন।