শততম টেস্টে শতরানের কৃতিত্ব রয়েছে যে ব্যাটসম্যানদের
সচিন তেন্ডুলকরের অভিষেক টেস্ট সিরিজে পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদও তাঁর ১০০ তম টেস্টে সেঞ্চুরি করেন।
ইংল্যান্ডের সবচেয়ে সফল উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যালেত স্টুয়ার্ট ২০০০-এ তাঁর শততম টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল ২০০৫-এ তাঁর শততম টেস্টে ভারতের বিরুদ্ধে ১৮৪ রানের ইনিংস খেলেন।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথও ২০১২-তে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ২০০৬-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর শততম টেস্টের দুটি ইনিংসেই শতরান করেন।
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাসিম আমলা তাঁর শততম টেস্টে সেঞ্চুরি করেছেন। এর সঙ্গেই তিনি টেস্ট ক্রিকেটের সেই বিরল ক্লাবের সদস্য হলেন যেখানে রয়েছেন হাতেগোনা কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় নেই কোনও ভারতীয়র নাম। অন্যদিকে, পাকিস্তানের দুজন ব্যাটসম্যানের দখলে রয়েছে এই কৃতিত্ব। তাঁরা দুজনেই ভারতের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েন।