দেখুন! ডিভোর্সের পর অর্ধেক বয়সী মেয়েদের সঙ্গে ডেট করছেন এই বলিউড ব্যক্তিত্বরা
মিলিন্দ সোমানের বয়স ৫৩। গত বছর তিনি বিয়ে করেছেন ২৭ বছরের জনৈক প্রাক্তন বিমান সেবিকা অঙ্কিতা কোঁয়ারকে।
ডিভোর্স হয়ে গিয়েছে অভিনেতা-পরিচালক ফারহান আখতারেরও। স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে ১৬ বছরের বিয়ে ভেঙে ৪৫ বছরের ফারহান এখন প্রেম করছেন ৩৮ বছরের গায়িকা-অভিনেত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে। শোনা যাচ্ছে এ বছর বিয়ে করবেন তাঁরা।
অর্জুন রামপালেরও বয়স ৪৬। গত বছর ২০ বছরের বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টেনেছেন তিনি। স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে ডিভোর্সের পর দক্ষিণ আফ্রিকার ৩১ বছর বয়সী মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে অর্জুন প্রেম করছেন।
২০১৫-য় কাল্কি কোয়েচলিনের সঙ্গে ৪ বছরের বিয়ে ভেঙে গিয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। ৪৬ বছরের অনুরাগ ডেট করছেন ২৪ বছরের শুভ্রা শেট্টির সঙ্গে।
আরবাজ খান যেমন। ৫১ বছর বয়সী আরবাজ ১৮ বছরের বিয়েতে ইতি টেনেছেন। মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স সারা। এখন তিনি প্রেম করছেন ২৯ বছরের মডেল জিওর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে।
বলিউডে ব্রেকআপ তো হামেশাই হয়। কিন্তু এখন ডিভোর্সও চোখে পড়ার মত বেড়েছে। আগে তারকারা বাড়ির বাইরে যা ইচ্ছে তাই করে বেড়াতেন কিন্তু ফটোগ্রাফারের সঙ্গে সব সময় হাসি মুখে পোজ দিতেন স্ত্রীর হাত ধরে। এখন চাকা ঘুরছে। স্ত্রীরা আর স্বামীদের অবৈধ সম্পর্ক মেনে নিতে রাজি নন। তাই ডিভোর্স হয়ে যাচ্ছে দ্রুত। তারকারাও হাঁফ ছেড়ে বেঁচেছেন, অর্ধেক বয়সী গার্লফ্রেন্ডের সঙ্গে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।