এই বলিউড অভিনেত্রীরা খুব অল্প বয়সেই তাঁদের বিয়ের পর্বটি মিটিয়ে নিয়েছিলেন, তাঁরা কারা দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2017 01:59 PM (IST)
1
সায়রা বানু, মাত্র ২২ বছর বয়সে দিলীপ কুমারকে বিয়ে করেন। এখনও অবধি দুজনে একসঙ্গেই রয়েছেন
2
নীতু সিংহ-ঋষি কপূরের যখন বিয়ে হয়, তখন রণবীর-ঋদ্ধিমার মায়ের বয়স ২৪ বছর। তাঁরা এখনও একসঙ্গে রয়েছেন
3
রজনীশ বহেলকে নূতন বিয়ে করে ছিলেন যখন, তখন তাঁর বয়স মাত্র ২৩
4
দিব্যা ভারতী সাজিদ নাদিয়াওয়ালার প্রেমে পড়েন যখন তাঁর বয়স মাত্র ১৮ বছর। পরে তাঁরা বিয়েও করেন
5
ডিম্পল কাপাডিয়া যখন রাজেশ খন্নাকে বিয়ে করেন, তখন তাঁর বয়স মাত্র ১৬। রাজেশ খন্নার থেকে ১৫ বছরের ছোট ছিলেন ডিম্পল। ১৯৮২ সালে তাঁরা আলাদা হয়ে যান।
6
ম্যায়নে পেয়ার কিয়া খ্যাত ভাগ্যশ্রী হিমালয় দসানিকে বিয়ে করেছিলেন ১৯ বছর বয়সে