বাসন মাজছেন ক্যাটরিনা, কার্তিক, রান্না করছেন সিদ্ধার্থ, দেখুন লকডাউনে কী করছেন আপনার প্রিয় তারকারা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2020 11:44 AM (IST)
1
ঘর ঝাঁট দেওয়ার একটি ভিডিও ও শেয়ার করেন তিনি। সেখানে ঝাঁটা নিয়ে মজা করতেও দেখা যায় তাঁকে।
2
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। মহারাষ্ট্রে থাবা বসিয়েছে করোনা। বলি তারকারা সবাই গৃহবন্দি। কেউ রান্না করছেন কেউ বাসন মাজছেন আবার কেউ করছেন ঘরের কাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। নিজেই রান্না করছেন সিদ্ধার্থ মলহোত্র।
3
ফতিমা সারা শেখ শেয়ার করেছেন ঘর ঝাঁট দেওয়ার ছবি।
4
ঘর মোছার ভিডিও শেয়ার করেছেন তিনি।
5
নিজের রান্নাঘরে বাসন মাজছেন ক্যাটরিনা কইফ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ভিডিও।
6
ঘর মোছার ছবি শেয়ার করেছেন হিনা খান। বলেছেন, বাড়ির কাজে মাকে সাহায্য করছেন তিনি।
7
বাসন মাজার ছবি শেয়ার করেন কার্তিক আরিয়ান।
8
ভিডিওতে তিনি শেখালেন ‘বাসন মাজার সহজ উপায়’।
9
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই রান্না করার ছবি।