এক্কেবারে সস্তায় আপনি ঘুরে আসতে পারেন এইসব ‘বিদেশ’
কার না নজর কেড়েছে দুবাইয়ের ঝাঁ চকচকে বৈভব। বিশ্বের সিংহভাগ ধনী ব্যক্তির বাসভবন আছে সেখানে। জানেন কি, আজ থেকে ৩-৪ মাস পরের প্যাকেজ বুক করে রাখলে মাত্র ৩৩- ৪০,০০০-এ দুবাই ঘুরে আসতে পারেন। প্যাকেজে পাবেন প্লেনের টিকিট, হোটেলে থাকা ও ব্রেকফাস্টের খরচ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসিঙ্গাপুরের মত সুন্দর দেশে কে না যেতে চান! এ জন্য আপনাকে শুধু নিতে হবে ৩৫ থেকে ৩৮,০০০ টাকার প্যাকেজ। ব্যস, তারপর তো একটাই কাজ, ব্যাগ গোছানো। আপনি যদি আজ থেকে ৪ মাস পরের প্যাকেজ নেন, তাহলে স্রেফ ৩৫,০০০-এই আপনার পকেটে সিঙ্গাপুর। এতেও আপনি পাচ্ছেন প্লেনের টিকিট, হোটেলে থাকা ও ব্রেকফাস্টের সুবিধে।
চণ্ডীগড়ের থেকে সস্তায় ঘোরার জায়গা থাইল্যান্ড। যদি যাওয়ার ৪ মাস আগে থেকে হলিডে প্যাকেজ বুক করে রাখতে পারেন, তাহলে পেয়ে যাবেন মাত্র ২৩,০০০ থেকে ২৫,০০০-এর সস্তা প্যাকেজ। এর মধ্যে আসবে প্লেনের টিকিট, হোটেলে থাকা আর ব্রেকফাস্টের খরচ।
সিনেমায় বিদেশের দৃশ্য দেখে কার না মন চায়, একবার সশরীরে ওইসব দেশ থেকে ঘুরে আসতে! কিন্তু পিছু টানে সেই বাজেট। আজ আমরা আপনাদের জানাব এমন কিছু দেশের কথা, যেগুলো থেকে আপনি ঘুরে আসতে পারেন সস্তায়। এমনকী চণ্ডীগড় ঘোরার যা খরচ লাগে, তার থেকেও কমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -