ছবিতে দেখুন: বিশ্বের এমন কয়েকটি দেশ, যাদের নিজস্ব সেনাবাহিনীই নেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Oct 2016 10:33 PM (IST)
1
ওসিয়ানিয়ার-ই আরও একটি দেশ সামোয়া। এই দেশেরও নিজস্ব কোনও সেনাবাহিনী নেই। কিন্তু প্রয়োজন পড়লে তাদের পাশে দাঁড়াবে নিউজিল্যান্ড। এমনই আশ্বাস দিয়েছে তারা।
2
এরকমই আরও একটি দেশ হল ওসিয়ানিয়ার নাউরো। এই দ্বীপটিতেও নেই কোনও সেনাবাহিনী।
3
গ্রেনেডা। ক্যরিবিয়ান দ্বীপপুঞ্জেরই একটি দেশ। এই দেশে নেই কোনও সেনা জওয়ান, বা কোনও সেনাবাহিনী।
4
মধ্য আমেরিকার কোস্টা রিকা। এদের কাছেও নেই কোনও সেনাবাহিনী।
5
ইউরোপের একটি দেশ অন্ডোরা। এদেশেরও নিজস্ব সেনাবাহিনী নেই। দরকার পড়লে ফ্রান্স এবং স্পেনের সাহায্য নেয় তারা।
6
বিশ্বে এখন শক্তিশালী দেশের তকমা দেওয়া হয় তাদেরই, যারা সামরিক শক্তিতে যত বলীয়ান। সবসময়ই শক্তি প্রদর্শনে তারা ব্যস্ত। কিন্তু জানেন, এমন কিছু দেশ রয়েছে, যাদের নিজস্ব সেনাবাহিনীর প্রয়োজনই হয়নি। তাই দেশে গড়ে তোলা হয়নি কোনও বাহিনীও। দেখুন সেরকমই কয়েকটি দেশ।