এই দেশগুলির নেই কোনও সেনাবাহিনী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Oct 2016 11:11 AM (IST)
1
সামোয়ারও কোনও সামরিক শক্তি নেই। প্রয়োজনের সময় নিউজিল্যান্ড এই দেশকে সামরিক সাহায্যের আশ্বাস দিয়েছে।
2
নাউরু এক দ্বীপরাষ্ট্র। এই দেশেও কোনও সেনাবাহিনী নেই।
3
মধ্য আমেরিকার দেশ কোস্টারিকারও কোনও সামরিক বাহিনী নেই।
4
ইউরোপের ছোট্ট দেশ অ্যান্ডোরার সেনাবাহিনী নেই। প্রয়োজনের সময় এই দেশকে সাহায্যের দায়িত্ব নিয়েছে স্পেন ও ফ্রান্স।
5
গ্রেনেডা একটি দ্বীপরাষ্ট্র। এই দেশের কোনও সেনাবাহিনী নেই।
6
বিশ্বে বিভিন্ন দেশ সামরিক শক্তিতে বলীয়ান হলও এমন কয়েকটি হাতেগোনা দেশ রয়েছে যাদের কোনও সেনাবাহিনী নেই।