আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাট-রণবীর
রণবীর সিংহ, তারকার দাবি তাঁর পারফরম্যান্সের মধ্যে ক্রিকেট ও জয়ের স্পিরিট দেখতে পাবে দর্শকেরা। সারা বিশ্বের সমস্ত ক্রিকেট ভক্তদের তিনি তাঁর পারফরম্যান্স উত্সর্গ করছেন।
মেজর লেজর, আইপিএলে গোটা শহর এক হয়ে যায়। সবাই উপভোগ করেন। মেজর লেজরের সব সদস্য ভারতে আসতে পেরে গর্বিত।
আগামীকাল আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকারা। তাঁরা কে কী বলছেন এই অনুষ্ঠান নিয়ে, আসুন দেখে নেওয়া যাক এক নজরে
ক্রিস ব্রাউন, এই প্রথম তাঁর ভারতে পারফর্ম করা, তাই তিনি খুবই উত্তেজিত
হানি সিং: তিনি ভক্তদের জন্য ১০০ শতাংশ দিয়ে পারফর্ম করতে চান। বেশ কিছু ইয়ো ইয়ো হনি সিং গানে তিনি পারফর্ম করবেন। দুনিয়াকে দেখাবেন কী ভাবে খেলা ও গান কাঁধে কাঁধ মিলিয়ে চলে
জ্যাকলিন ফার্নান্ডে়জ, তাঁর দাবি তাঁর পারফরম্যান্সের মধ্যে প্লেয়ারদের একাগ্রতা দেখা যাবে।
ক্যাটরিনা কইফ, ক্রিকেট আর রুপোলি দুনিয়া সব সময় সহাবস্থান করে। তাই এই অনুষ্ঠানে পারফর্ম করা নিয়ে তিনি খুবই উত্তেজিত।