জিও-র নয়া অফার সম্পর্কে কয়েকটি তথ্য
কোনও জিও গ্রাহক যদি আগেই ৯৯+৩০৩ টাকার রিচার্জ করে থাকেন, তাঁদের আর কোনও রিচার্জ করতে হবে না। সঙ্গে ৩০ জুন পর্যন্ত সামার সারপ্রাইজ অফারের সুবিধা পাওয়া যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে সমস্ত গ্রাহক ১৫ এপ্রিলের মধ্যে প্রথম রিজার্জ করবেন না, তাঁর নম্বরে চালু পরিষেবা একটি সুনির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যাবে।
যে সমস্ত গ্রাহকরা প্রাইম মেম্বারশিপ নিয়েছেন, কিন্তু ৩০৩ টাকার রিজার্জ করেননি, তাঁদের ‘ধন ধনা ধন’ অফারের সুবিধা পেতে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে।
এই অফারের সুযোগ জিও-র সেই গ্রাহকরাই পাবেন, যাঁদের প্রাইম মেম্বারশিপ নেই। ধন ধনা ধন অফারের সুযোগ পেতে গেল গ্রাহককে ৪০৮ টাকার রিচার্জ করতে হবে। এই রিচার্জের পর গ্রাহক ৮৪ দিন পর্যন্ত ১ জিবি ডেটা পাবেন। ৬০৮ টাকা রিচার্জ করলে পাওয়া যাবে ৮৪ দিন পর্যন্ত ২ জিবি ডেটা।
ট্রাইয়ের নির্দেশ জিও তাদের সামার সারপ্রাইজ অফার প্রত্যাহার করেছে। জিও তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে নয়া উপহার ‘ধন ধনা ধন’ অফার। এক নজরে দেখে নিন এই অফার সম্পর্কে কিছু তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -