মিলিন্দ সোমনের এই কৃতিত্বে আপনিও গর্বিত হবেন..
২০১৫ সালের জুলাই মাসে সুইৎজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ট্রায়াথলনে ‘আয়রনম্যান’ উপাধি পেয়েছিলেন তিনি। এবারও বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা বলে স্বীকৃত ফ্লোরিডার আলট্রাম্যান ম্যারাথনেও অংশ নিয়ে তাক লাগিয়ে দিলেন মডেল-অভিনেতা মিলিন্দ সোমন। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমিলিন্দ হতাশ করেননি। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
জেতার জন্য তিন দিনে ৫১৭ কিলোমিটার পার করার চ্যালেঞ্জ নিতে হয় সকল প্রতিযোগীকে। এর মধ্যে রয়েছে ১০ কিলোমিটার সাঁতার, ৪২১ কিলোমিটার সাইকেল এবং ৮৪.৪ কিলোমিটার দৌড়। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
ম্যারাথনের তৃতীয় দিনে মিলিন্দকে উৎসাহ দিতে পৌঁছে যান অভিনেতার মা। দুজনে মিলে ছবিও তোলেন। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
মিলিন্দ ছাড়াও এই ম্যারাথনে আরও চার ভারতীয় অংশ নিয়েছিলেন-- অভিষেক মিশ্র, কৌস্তভ রড়কর, পৃথ্বীরাজ পাটিল ও মনমধ রেব্বা। তবে, একমাত্র মিলিন্দই খালি পায়ে দৌড়ন। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -