দেখুন! লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে অনেক দূরে কীভাবে জীবন কাটাচ্ছেন জয়া প্রদা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2018 11:47 AM (IST)
1
2
3
4
5
6
১৯৮৬-তে তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা শ্রীকান্ত নাহাতাকে। তিনি শ্রীকান্তর দ্বিতীয় স্ত্রী।
7
কেরিয়ার শুরু তেলেগু ছবি দিয়ে। তারপর বলিউডে চলে আসেন জয়া প্রদা।
8
হিন্দি ছাড়াও তিনি কাজ করেছেন বাংলা, মরাঠি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ছবিতে।
9
১৯৭৬-এ ফিল্মি কেরিয়ার শুরু করেন তিনি।
10
এখন অবশ্য রাজনীতিতেও দেখা যায় না তাঁকে। অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখতে গত বছর জয়া খুলেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
11
সমাজবাদী পার্টির হয়ে দীর্ঘদিন রাজনীতি করেছেন তিনি।
12
অপরূপ সুন্দরী এই নায়িকা এখন আর ফিল্মি জগতে নেই। কিন্তু তাঁর রূপের ঝলক এখনও রয়ে গিয়েছে অনুরাগীদের মনে।
13
আশির দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী ছিলেন জয়া প্রদা।