অন্তঃস্বত্ত্বা হওয়ার পর খাদ্যতালিকা বদলে ফেলেছেন করিনা কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Sep 2016 01:06 PM (IST)
1
2
3
বেশি করে তিনি খান সিজনাল খাবারদাবার।
4
অন্তঃস্বত্ত্বা হওয়ার আগেও খুবই স্বাস্থ্যসচেতন ছিলেন তিনি।
5
মুম্বইয়ে থাকার সময় খাচ্ছেন দেশি কলা, খিচুড়ি আর রুটি তরকারি। শ্যুটিংয়ে রাজস্থান গেলে খাচ্ছেন কচুরি আর লন্ডন গেলে পাস্তা।
6
করিনার নিউট্রিশনিস্ট ঋজুতা দিবাকর জানিয়েছেন, বিদেশি খাবারের থেকে দেশি খাবার এখন অনেক বেশি করে খাচ্ছেন অভিনেত্রী।
7
অল্পদিন আগে জানা গেছে তাঁর ডায়েটের খবর।
8
গর্ভবতী হওয়ার পর নিজের স্বাস্থ্য সম্পর্কে রীতিমত সচেতন হয়েছেন তিনি।
9
সকলে জানতে চাইছেন, করিনার চেহারায় এই ঔজ্জ্বল্যের কারণ কী।
10
যাঁরা বলেন, গর্ভবতী মহিলারা কাজ করতে পারেন না, তাঁদের চুপ করিয়ে দিয়েছেন তিনি।
11
আজকাল খুশিতে সপ্তম স্বর্গে বিচরণ করছেন করিনা কপূর। শিগগিরই মা হতে চলেছেন যে!