এই স্বপ্নও সত্যি হল! উচ্ছ্বসিত সানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2016 01:16 PM (IST)
1
আসন্ন নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ডিজাইনার অর্চনা কোচারের পোশাক পরে হাঁটবেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এই ঘটনায় খুবই খুশি তিনি। (সমস্ত ছবি: ইন্স্টাগ্রাম) ৮ সেপ্টেম্বর শো-এর সূচনা করবেন সানি। ট্যুইটারের মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
2
আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই শো চলবে।
3
মস্তিজাদে-র অভিনেত্রী অর্চনা কোচরকে ধন্যবাদও জানিয়েছে।
4
এই শো-তে অর্চনার ‘এ টেল অফ টু ট্রাভেলস’ নামের সংগ্রহগুলির প্রদর্শন করা হবে। ‘ব্রিং বিউটি ব্যাক’ উদ্যোগকে সহায়তা করবেন তিনি। এক্ষেত্রে অ্যাসিড-হামলার শিকার রেশমা বানু কুরেশি র্যাম্পে হাঁটবেন।
5
‘জ্যাকপট’ –এর অভিনেত্রী লিখেছেন, খুবই উচ্ছ্বসিত! একটা স্বপ্ন সত্যি হল..আমি আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্ক ফ্যাশন উইকে অর্চনা কোচরের উদ্বোধনী শো-এ হাঁটছি।