মন্দিরে নয়, শ্মশানে হল এই বিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Nov 2017 10:00 AM (IST)
1
বিয়ের পর শিব মন্দিরে আশীর্বাদ চান তাঁরা।
2
বিয়ের পর খুশিতে মেতে ওঠেন আত্মীয়রা।
3
বর কনের পরিজনরা ছিলেন, ছিলেন আধ্যাত্মিক গুরু মুরারি বাপু।
4
গুজরাতের ভাবনগরের ঘনশ্যাম ও পারুল বিয়ে করলেন স্থানীয় তলগাজরডা শ্মশানস্থলে। তাঁদের বক্তব্য, যে স্থানে মানুষ দেহ থেকে মুক্তি পেয়ে মোক্ষলাভ করে, সেখানে ভূতপ্রেত, অশুভ শক্তি থাকতে পারে না। তা প্রমাণ করার জন্যই বিয়ের জন্য তাঁরা বেছে নিয়েছেন শ্মশান।
5
মন্দিরে বিয়ে তো হামেশাই হয়। কিন্তু এই দম্পতি নতুন জীবন শুরু করলেন শ্মশানে।