ভুলেও কখনও সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করবেন না
সোশ্যাল মিডিয়া এখন সবার জীবনেরই গুরুত্বপূর্ণ অঙ্গ। ফেসবুক, ট্যুইটার, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া নিয়ে বেশিরভাগ মানুষই ব্যস্ত থাকেন। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের অনেক ঘটনা, ভাল-মন্দ অনুভূতির কথা শেয়ার করেন। এ বিষয়ে অবশ্যই সতর্কতা প্রয়োজন। সবকিছু শেয়ার করা উচিত নয়
নেট ব্যাঙ্কিং বা ডেবিট ও ক্রেডিট কার্ড সম্পর্কিত কোনও তথ্য ভুলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না
সোশ্যাল মিডিয়ায় চেক-ইন বেশ জনপ্রিয়। তবে আপনি কোথায় আছেন, সেটা সবাইকে না জানানোই ভাল। এতে আপনার গোপনীয়তা যেমন বজায় থাকে, তেমনই অনেক সমস্যাও এড়ানো যায়
কখনও এমন কোনও পোস্ট শেয়ার করবেন না যার মাধ্যমে ক্রোধ বা নেতিবাচক ভাবনা প্রকাশ পায়। এর ফলে আপনার ভাবমূর্তির ক্ষতি হতে পারে। ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা থাকলে সে কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে না জানানোই ভাল
সোশ্যাল মিডিয়ায় কখনও এমন কোনও ছবি শেয়ার করবেন না, যেটা নিয়ে ভবিষ্যতে আপনাকে বিব্রত হতে হবে
সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল কর্মস্থলের উচ্চপদস্থ ব্যক্তিরা দেখছেন কি না, সে বিষয়ে সতর্ক থাকুন। সেই অনুযায়ী ছবি বা পোস্ট শেয়ার করুন। না হলে সমস্যা হতে পারে