চিনে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট, ফেঁসে হাজারো মানুষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2017 10:35 AM (IST)
1
2
জানা গেছে, হাজার হাজার মানুষ এই জটে ফেঁসে যান।
3
ড্রাগনের দেশে এখন নববর্ষ পালন চলছে। উৎসব পালনের জন্য সকলে এখন বাড়িমুখো। জটও সে জন্যই।
4
গুরগাঁওয়ের সেই ভ্যাবাচ্যাকা খাইয়ে দেওয়া যানজট এর কাছে শিশু। ২ তারিখ চিনের বেজিং-হংকং হাইওয়েতে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট হয়েছিল। আর তারপর? (সব ছবি- টুইটার/@পিডি চায়না)