জেমস ফ্র্যাঙ্কলিনের সেরা একাদশে সচিন, রোহিত, হরভজন
অপর এক পেসার নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিডস্টার শেন বন্ড
তিন নম্বরে সচিন
অপর এক ওপেনার নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নাথান অ্যাসলে
অস্ট্রেলিয়ার অপর এক পেসার মিচেল জনসনও আছেন এই দলে
নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনও এবার তাঁর পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন। সেই দলে রয়েছেন তিন ভারতীয় সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা ও হরভজন সিংহ। যাঁদের সঙ্গে একই দলে অথবা বিপক্ষে খেলেছেন, তাঁদেরই এই দলে রেখেছেন ফ্র্যাঙ্কলিন
দলের একমাত্র স্পিনার হরভজন সিংহ
পাঁচ নম্বরে রোহিত
পেসারদের মধ্যে আছেন ব্রেট লি
সাত নম্বরে নিউজিল্যান্ডের উইকেটকিপার এবং মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকালাম
৬ নম্বরে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস
ওপেনার হিসেবে প্রথম নামটি ইংল্যান্ডের অ্যালেস্টার কুকের
চার নম্বরে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা