বিভিন্ন রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, এই আবহাওয়ায় সুস্থ থাকতে কী সতর্কতা অবলম্বন করবেন জানুন
ঝড় উঠলে গ্যাস ওভেন, স্টোভ, তন্দুরের মতো আগুনের সবরকম উপাদান বন্ধ করে দিতে হবে
বজ্রপাত হলে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে দেওয়াই ভাল। প্রয়োজনে প্লাগও খুলে রাখতে হবে
রাস্তায় থাকার সময় হঠাৎ ধুলোঝড় শুরু হলে মাটিতে শুয়ে পড়তে হবে
বৃষ্টির সময় বিদ্যুতের তার যাতে শরীরে কোনওভাবে না লেগে যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে
ঝড় বা বৃষ্টির সময় কোনও প্রাচীরের কাছেও থাকা উচিত নয়। বৃষ্টিতে প্রাচীর ভেঙে যেতে পারে
ঝড়ের সময় গবাদি পশুগুলিকেও গাছের সঙ্গে বেঁধে রাখা উচিত নয়
ঝড়ের সময় বড় গাছের নীচে দাঁড়িয়ে থাকা উচিত নয়। এতে মাথার উপর গাছ ভেঙে পড়ে জখম হওয়ার আশঙ্কা থাকে
ধুলোঝড়ের সময় রাস্তাঘাটে না থেকে মানুষকে ঘরের মধ্যে থাকার পরামর্শও দেওয়া হয়েছে
বারান্দায় যা কিছু রাখা আছে, সেগুলি আগামী কয়েকদিন ঘরের মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয়েছে
সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশে সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ
পশ্চিমবঙ্গ সহ দেশের ১৩টি রাজ্যে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি ও ধুলোঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর