পা দিয়ে আকাশ ছুঁতে চান! সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টার তুফান টাইগার শ্রফকে নিয়ে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Oct 2016 03:31 PM (IST)
1
2
3
4
5
6
7
8
প্রথম ছবি ‘হিরোপন্তি’ মুক্তির সময়েও তাঁর নাম থেকে চেহারা-সব কিছু নিয়ে প্রচুর হাসিঠাট্টা হয়।
9
অবশ্য এই প্রথম ট্রোল করা হল না তাঁকে।
10
কোথাও আবার তিনি ঘড়ির কাঁটা।
11
ওই ছবি ব্যবহার করেই তাঁকে পোলভল্টের পোল বানিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।
12
সোশ্যাল মিডিয়ার জগতে লুজ বল খেললে অবস্থা খারাপ হতে বাধ্য। আলিয়া ভট্ট, নীল নীতীন মুকেশের পর এবার ফ্যাসাদে টাইগার শ্রফ। নিজের স্ট্রেচিংয়ের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জ্যাকি শ্রফ পুত্র। আর তারপর?