পার্টিতে ‘নেশাগ্রস্ত’ সেফ পুত্র ইব্রাহিম, বারবার ফোন উদ্বিগ্ন মালাইকার
পরে অবশ্য ইব্রাহিমকে দেখা যায় সোহেল খান ও তাঁর ছেলের গাড়িতে। (সব ছবি ভাইরালবলিউডের ইউটিউব ভিডিও থেকে)
মালাইকা তাঁদের থামানোর চেষ্টা করেন কিন্তু পাত্তা দেননি ইব্রাহিম। উদ্বিগ্ন মালাইকা বারবার ফোন করছিলেন। তাঁকে বলতে শোনা যাচ্ছিল, ইব্রাহিম, তোমার গাড়িটা কোথায়। তিনি বুঝতে চাইছিলেন, সেফ পুত্র নিরাপদে বাড়ি ফিরতে পারবেন কিনা। কিন্তু ইব্রাহিম জবাব দেওয়ার অবস্থায় থাকলে তো!
বন্ধুর সঙ্গে আচমকা পার্টি থেকে বেরিয়ে যান ইব্রাহিম। তা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন মালাইকা।
ইব্রাহিম অবশ্য মালাইকার পাশ থেকে সরে বন্ধুদের দলে ভিড়ে যান। তিনি নাকি নেশার চোটে কথাই বলতে পারছিলেন না।
পার্টিতে নাকি সেফ আলি খানের ছেলে ইব্রাহিম নেশায় চুর ছিলেন। তাঁকে চোখে চোখে রেখেছিলেন আরবাজের প্রাক্তন পত্নী ও সেফের দ্বিতীয় স্ত্রী করিনার বন্ধু মালাইকা অরোরা।
আরবাজ খানের জন্মদিনের পার্টিতে ভিড় জমেছিল সেলেবদের। ছবিতে সোহেল খান হাত ধরে নিয়ে যাচ্ছেন ছেলেকে।