ভারতের আকাশে আজ দেখা যাবে সুপার মুন
এই সুপার মুনের অনেক নাম রয়েছে। যেমন, হাঙ্গার মুন, বোন মুন, স্টরম মুন ইত্যাদি। এবছর খুব তুষারপাত হবার কারণে অনেকে একে স্নো মুনও বলছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজকের সুপার মুন কিন্তু ব্লাড মুনের মতো দেখতে হবে না।
আজ মাঘি পূর্ণিমা থাকার জন্য কুম্ভ স্নানের সম্ভবনা রয়েছে।
নাসা জানিয়েছে আবার ৭ বছর পর অর্থাৎ ২০২৬ সালে আবার দেখা যাবে এই সুপার মুন
আজকে চাঁদ অন্যান্য দিনের থেকে ১৪ শতাংশ বেশি বড় এবং 30 শতাংশ উজ্জ্বল দেখাবে
আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে চাঁদ। অন্যান্য দিনের থেকে আজ অনেক বেশি উজ্জ্বল দেখাবে চাঁদকে।
সাধারণত রাতে সুপার মুন দেখা যায় কিন্তু এই সুপার মুন বিভিন্ন জায়গায় আলাদা আলাদা সময়ে দেখা যাবে। দিল্লিতে সন্ধ্যা ৬.৩০তে, মুম্বইতে রাত ৯.২৩ এ ও কলকাতায় সূর্যাস্তের ৩০ মিনিট পরে দেখা যাবে এই সুপারমুন।
আজ রাতের আকাশে দেখা যাবে সুপার মুন। এই বছরের বৃহত্তম চাঁদ হতে চলেছে এই সুপার মুন। এর আগে এই বছরে ২১ জানুয়ারি সুপার মুন হলেও ভারত থেকে তা দেখা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -