দেখুন, আইপিএল-এর নিলামে কাদের ভাগ্যে শিকে ছিঁড়ল না
দল পেলেন না ইংল্যান্ডের উইকেটকিপার জনি বেয়ারস্টো
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলাও অবিক্রিত
অস্ট্রেলিয়ার পেসার জোশ হ্যাজেলউডও দল পেলেন না
টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক জো রুটও অবিক্রিত থেকে গিয়েছেন
চোটে কাবু দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইনকেও নেয়নি কোনও দল
সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানও দল পাননি
নিউজিল্যান্ডের ইশ সোধি বর্তমানে টি-২০ ফর্ম্যাটে এক নম্বর বোলার হলেও, তাঁকে নিল না কোনও ফ্র্যাঞ্চাইজি
নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসনও অবিক্রিত থেকে গেলেন
ভারতীয় দলের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মাও দল পেলেন না
শ্রীলঙ্কার পেসার লসিথ মালিঙ্গার প্রাথমিক দর ছিল এক কোটি টাকা। তাঁকে নিল না কোনও দল
গতকাল সমাপ্ত হওয়া একাদশ আইপিএল-এর নিলামে যেমন অনেকেই দল পেলেন, আবার তেমনই অনেক তারকা ক্রিকেটারই অপ্রত্যাশিতভাবে অবিক্রিত থেকে গেলেন। দেখে নেওয়া যাক কারা দল পেলেন না