প্রিয়া প্রকাশের চোখ টেপা থেকে বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট- ফিরে দেখা ২০১৮-র আলোড়ন ফেলা সব ঘটনা
দুর্গাপুজো চলাকালীন ভাইরাল হয় কলকাতার এক পুলিশকর্মীর ভিডিও। অত্যন্ত উৎসাহের সঙ্গে জনতাকে দিক নির্দেশ করছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুলে কম্পিউটার নেই। তাতে দমেননি ঘানার এই স্কুল শিক্ষক। ব্ল্যাক বোর্ডেই এম এস ওয়ার্ড এঁকে পড়ুয়াদের খুঁটিনাটি শিখিয়ে ছাড়েন তিনি।
সংযুক্ত আরব আমিরশাহীর এক মহিলা বয়ফ্রেন্ডকে খুন করে মাংস রেঁধে রাজমিস্ত্রীদের এক পেট খাইয়ে দেন। মহিলা পরে পুলিশকে জানান, বয়ফ্রেন্ড ধোঁকা দেওয়ায় তাঁকে খুন করেন তিনি। বাকি মাংস ছুঁড়ে দেন কুকুরদের মুখে।
সুই ধাগা ছবির ট্রেলার মুক্তি পেলে সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মার এই ছবিটিকে নিয়ে অসংখ্য মিম বার হয়।
ইন্দোনেশিয়ায় সবজির বাগানে হারিয়ে যান এক মহিলা। পরে তাঁর দেহ উদ্ধার হয় ২৩ ফুট লম্বা একটি অজগর সাপের পেট থেকে। সব জামাকাপড় সহ তাঁকে গিলে ফেলে অজগরটি।
ছবির গানে সহ অভিনেতাকে চোখ টিপে মুহূর্তে গোটা দেশের ডার্লিং হয়ে যান মালয়ালম ছবির বছর ১৭-র অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।
এ বছরের সব থেকে বিতর্কিত ছবি পদ্মাবত। এই ছবির পরিচালক, অভিনেতা অভিনেত্রীরা খুনের হুমকি পান। মুক্তি আটকানোর জন্য সুপ্রিম কোর্টেও যান বিক্ষুব্ধরা। যদিও সুপারহিট হয় ছবিটি।
১৫ ফেব্রুয়ারি অসমে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বায়ুসেনার ২ অফিসার। এক অফিসারের শেষকৃত্যে তাঁর স্ত্রী নিয়ে আসেন ৫ দিনের সন্তানকে। তিনি নিজেও সেনা বাহিনীর মেজর, সম্পূর্ণ সামরিক পোশাকে স্বর্গগত স্বামীকে শেষ বিদায় জানান তিনি।
মালয়ালম পত্রিকা গৃহলক্ষ্মী-র প্রচ্ছদে ছিল এই ছবিটি। মডেল গিলু জোসেফের শিশুকে স্তন্যপান করানোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এ বছর ফিফা বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা বৃষ্টি নামে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের জন্য ছাতা আনার নির্দেশ দেন। কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁর ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রেভার ভিজতে থাকেন, তাঁদের জন্য ছাতা আনানোর প্রয়োজন পুতিন বোধ করেননি।
প্রতি বছর কিছু না কিছু খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সে সব ঘটনা নিয়ে সরগরম হয়ে ওঠে ফেসবুক, টুইটার দুনিয়া। দেখুন এ বছর সব থেকে জনপ্রিয়তা পাওয়া এমনই ১০টি খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -