ফ্রান্সে জঙ্গি হানা, উৎসবরত মানুষকে পিষে দিল ট্রাক: দেখুন কিছু ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভয়াবহ এই ঘটনার আরও কিছু ছবি।
হামলার পর ফ্রান্সে জারি হয়েছে জরুরি অবস্থা।
নভেম্বরে প্যারিসে জঙ্গি হামলায় প্রাণ হারান ১৩০জন।
আইএস দীর্ঘদিন ধরে টার্গেট করেছে ফ্রান্সকে।
ছুটন্ত ট্রাকটিকে থামাতে সেটির পিছনে দৌড়তে থাকেন মানুষ।
দেখা যাচ্ছে, সাদা রঙের ওই ট্রাক প্রথমে এক বাইক আরোহীকে পিষে দিল, তারপর গতি বাড়িয়ে সটান ঢুকে গেল ভিড়ের মধ্যে।
RobPulseNews নামে টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে নিস হামলার ছবি।
জনাকয়েক প্রত্যক্ষদর্শীর দাবি, ট্রাক হামলার পাশাপাশি গুলিও চালানো হয়েছে।
ঘাতক ট্রাক বোঝাই ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে, জানিয়েছে পুলিশ।
জানা গেছে, হামলা ঘটিয়েছে ত্রিশোর্দ্ধ এক তিউনিশীয় যুবক। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অল্যাঁ জানিয়েছেন, ঘটনার পিছনে রয়েছে মুসলিম জঙ্গিরা।
বাস্তিল দিবসের ২২৭তম বর্য উপলক্ষ্যে নিস শহরে চলছিল উৎসব। বাজি ফাটিয়ে, রাস্তায় নেমে সেলিব্রেট করছিলেন হাজারো মানুষ। আচমকা সমুদ্রের ধার থেকে রাজপথে উঠে এল দৈত্যাকৃতি একটি ট্রাক। পিষে দিল উৎসবে মগ্ন জনতাকে। ট্রাকের চাকায় পিষে গিয়ে এখনও পর্যন্ত মারা গেছেন ৮৪জন। মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -