দেখুন! তুরস্কে রানওয়ে থেকে পিছলে গেল বিমান, ব্ল্যাক সি-তে ডুবতে ডুবতে বাঁচলেন ১৬৮ জন যাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2018 10:06 AM (IST)
1
দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
2
দুই পাইলট সহ সব ক্রুরাও সুরক্ষিত রয়েছেন।
3
ছবিতে পরিষ্কার, পেগাসাস এয়ারলাইন্সের এই বিমানটি যদি আর একটু পিছলে যেত, তাহলে সোজা গিয়ে পড়ত সমুদ্রে। সৌভাগ্যক্রমে, কারও একটু আঘাতও লাগেনি।
4
বিমানে ১৬৮ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। বোয়িং ৭৩৭-৮০০ বিমানটির সব যাত্রীকে বাঁচানো গিয়েছে। যেভাবে বেঁচেছেন, তা তাঁদের নিজেদেরই বিশ্বাস হচ্ছে না।
5
তুরস্কে মাটি ছোঁয়ার সময় কাদায় ভরা রানওয়ে থেকে পিছলে গেল যাত্রীবাহী বিমান। সামনেই ব্ল্যাক সি।