বিয়ের পর পদবি পাল্টাচ্ছেন না কেন?: টুইটার ট্রোলকে উচিত ‘শিক্ষা’ টুইঙ্কলের
প্রভাকরের টুইটের জবাবে টুইঙ্কল বলেছেন, এই প্রশ্ন আরও কয়েকজন তাঁকে করেছেন কিন্তু ঠিক এত সরাসরি নয়। তাঁর জবাব, তিনি শুধু বিয়েই করেছেন, তাঁর কোনও ব্র্যান্ডিং হয়নি (যাতে নাম বদলের দরকার পড়বে)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন বিয়ের পর মেয়েদের এই পদবি বদলানো নিয়ে বহু মানুষের আপত্তি রয়েছে। এই পরম্পরা পাল্টানোরও চেষ্টা করছেন অনেকে।
প্রভাকর নামে এই ভদ্রলোক পরপর কয়েকটি টুইট করে টুইঙ্কলের কাছে জানতে চান, অক্ষয় কুমারকে বিয়ের পরেও পদবি আগের খান্না রেখেছেন কেন তিনি। বারবার একই প্রশ্ন শুনে চটে যান টুইঙ্কল।
সোশ্যাল মিডিয়ায় সব সময় ঘটনার ঘনঘটা। ২৪ ঘণ্টা এখানে কিছু না কিছু ঘটছেই ফলে এর পুরনো হওয়ার কোনও অবকাশ নেই। এবার এক টুইটার ইউজার টুইঙ্কল খান্নাকে প্রশ্ন করলেন, বিয়ে তো করেছেন, পদবি বদলাননি কেন?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -