ছোটবেলার দুই হারিয়ে যাওয়া বন্ধুকে যখন মিলিয়ে দিল টুইটার
এখন টুইটার দুনিয়াতেও তাঁরা বেস্ট ফ্রেন্ড।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবন্ধুর নাম হেই, তিনিও এখন বড় হয়েছেন। ব্রিয়ানকে তিনি লেখেন, শুনলাম, তুমি নাকি আমাকে খুঁজছো?
ব্রিয়ানের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর কী হয়, জানেন? মাত্র ৫ ঘণ্টার মধ্যে তিনি খুঁজে পান তাঁর বন্ধুকে।
অল্প সময় এক সঙ্গে কাটানো ওই বন্ধুকে তিনি খুঁজছেন। জানতে চান, কেমন দেখতে হয়েছে সে, এখন কী করছে।
তিনি লেখেন, হাওয়াইয়ে জাহাজ সফরের সময় ওই মেয়েটির সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়, অল্প সময়ের মধ্যে তাঁরা বেস্ট ফ্রেন্ড হয়ে যান।
আমেরিকার মিসিসিপির ব্রিয়ান নৈকরি সোশ্যাল মি়ডিয়ার এই সর্বত্রগামিতার সাক্ষী। ছোটবেলার একটি ছবি পোস্ট করেন তিনি, তাঁরই এক বন্ধুর সঙ্গে। সঙ্গে লেখেন, ওই বন্ধুকে খুঁজছেন তিনি, তাঁর টুইটটি যেন দয়া করে রিটুইট করা হয়।
দুনিয়াটা কার্যত হাতের মুঠোয় নিয়ে এসেছে ফেসবুক, টুইটারের সোশ্যাল মিডিয়া। নেট হাতড়িয়ে পুরনো স্কুলের সঙ্গীদের যেমন মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে, তেমনই জন্মের মত ভাব হয়ে যাচ্ছে সম্পূর্ণ অপরিচিতদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ার নেশা সর্বনাশা বলে সংবাদমাধ্য যতই হাহুতাশ করুক, দিন যত গড়াচ্ছে, ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে সে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -