রামদেবের পতঞ্জলির ‘স্বদেশী জিনস’ নিয়ে ট্যুইটারে চলছে হাসি-ঠাট্টা
অন্য এক ইউজার লিখেছেন, এই জিনসের নামকরণ ‘ধুতি’ হলে ভালো হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এক ইউজার লিখেছেন, পতঞ্জলির জিনসে গরুর ছবি নেই। এটা একেবারেই ভালো কথা নয়।
এক ইউজার লিখেছেন, সবাই জানেন, বাবা রামদেব পতঞ্জলি জিনস লঞ্চ করতে চলেছেন। এই দেখুন এর একটা মডেল।
এরইমধ্যে ‘স্বদেশী জিনস’ নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে চুটিয়ে হাসি-ঠাট্টা হচ্ছে। ট্যুইটার ব্যবহারকারীরা পতঞ্জলি জিনসের রূপরেখা থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে মজা শুরু করেছেন।
এবার পতঞ্জলি বস্ত্রও বাজারে আসছে। এই ঘোষণা করেছেন বাবা রামদেব। পতঞ্জলি এ বছরের শেষ বা আগামী বছরের শুরুর দিকেই বাজারে আনতে চলেছে ‘স্বদেশী জিনস’।দেশের তরুণ সম্প্রদায়ের চাহিদার কথা মাথায় রেখে বিদেশী ব্র্যান্ডের মোকাবিলার জন্য ‘স্বদেশী জিনস’ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পতঞ্জলি। রামদেব জানিয়েছেন, পতঞ্জলির পণ্য আন্তর্জাতিক বাজারেও নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে পতঞ্জলি। ভবিষ্যতে পাকিস্তান , আফগানিস্তানের বাজারেও পণ্য নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে পতঞ্জলির। নেপাল ও বাংলাদেশের বাজারে ইতিমধ্যেই রয়েছে পতঞ্জলির পণ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -