জেল থেকে ছাড়া পেলেন মধুচক্রের অভিযোগে গ্রেফতার হওয়া ইউক্রেনের মডেল দারিয়া মোলচেন
ডারিয়ার ভিসা কালো তালিকাভুক্ত করা হয়। ২০১৭-য় ফের দিল্লি আসেন তিনি। ফের ফেরত পাঠানো হয় বিমানবন্দর থেকে। গোয়েন্দাদের প্রশ্ন, বারবার এ দেশেই তিনি আসেন কেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর মোবাইলে বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি মিলেছে। গোয়েন্দাদের সন্দেহ, তিনি সম্ভবত হানি ট্র্যাপ। এ কারণে ২০১৬-তে দিল্লি থেকে জোর করে তাঁকে ইউক্রেনে ফেরত পাঠানো হয়।
গোরক্ষপুর আসার আগে দিল্লিতে মাসখানেক ছিলেন তিনি। তখন দিল্লি পুলিশ ও বিমানবন্দরে কর্মরত অফিসারদের সঙ্গে ভাব জমিয়ে ফেলেন। কয়েকটি মডেলিং এজেন্সির জন্য দিল্লিতে কাজও করেন তিনি।
অভিযোগ, নেপালের পথ ধরে উপসাগরীয় দেশগুলিতে যেতে চাইছিলেন ডারিয়া। এ জন্য জাল কাগজপত্রও বানিয়েছিলেন।
৩ এপ্রিল স্পেশাল টাস্ক ফোর্স ২০ বছরের ডারিয়াকে গ্রেফতার করে গোরক্ষপুরের এক হোটেল থেকে। বিনা ভিসায় এ দেশে থাকছিলেন তিনি।
উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলে বন্দি রুশ মডেল ডারিয়া মোলচেন আজ মুক্তি পাচ্ছেন। গত ২ মাস জেলে ছিলেন তিনি। তাঁকে নিয়ে যেতে দুই সঙ্গী গতকাল চার্টার্ড বিমানে করে আসেন। কিন্তু জামিন পেতে দেরি হওয়ায় কাল ছাড়া পাননি ডারিয়া। ফলে ফিরে যায় চার্টার্ড বিমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -