ছবিতে দেখুন: নিজের হাতে মাস্ক বানিয়ে বিতরণ করছেন সাংসদ-কন্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2020 12:21 PM (IST)
1
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করেছেন তিনি।
2
ইতিমধ্যেই পর্যাপ্ত পরিমাণে মাস্ক বানিয়ে ফেলেছেন তিনি
3
নিজেও ব্যবহার করছেন নিজের তৈরী মাস্কই।
4
মেয়ের ছবি টুইট করেছেন সাংসদ বাবা ও
5
মাস্ক বিতরণ করছেন আরুশি
6
মাস্কগুলি নিজের হাতে যাদের প্রয়োজন তাঁদের হাতে তুলে দিচ্ছেন আরুশি।
7
খাদির কাপড় দিয়ে মাস্ক তৈরী করছেন আরুশি।
8
নিজের মেয়ের মাস্ক বানানোর ছবি টুইট করেন রমেশ পোখরিয়াল।
9
করোনা আটকাতে এবার সাংসদ কন্যা। নিজের হাতে সেলাই করে মাস্ক তৈরী করছেন আরুশি নিষাঙ্ক। সাংসদ রমেশ পোখরিয়ালের মেয়ে আরুশি