কেউ মাস্ক পরছে ক্যামেরা দেখে, কেউ পিপিই পরে রাস্তায় ! আনলক ওয়ানে শহরের চমকে দেওয়া ছবি
৭১ দিন পর নির্ধারিত সূচি মেনে আজ থেকে দেশজুড়ে চালু হল দূরপাল্লার ট্রেন চলাচল। প্রতিদিন চলবে ২০০টি ট্রেন। হাওড়া স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছাড়ে ওড়িশাগামী হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। ভোর ৫টা থেকেই আসতে শুরু করেন যাত্রীরা। স্টেশনের বাইরেই টিকিট পরীক্ষা হয়। পরীক্ষা করা হয় আধার ও ভোটার কার্ড। স্যানিটাইজার ব্যবহারের পর, থার্মাল গান দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রাও মাপা হয়। এক মহিলা সহ দুই যাত্রী পিপিই পরে ট্রেন ওঠেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকালে এয়ারপোর্ট এক নম্বর গেটে অফিস যাত্রীদের ভিড়। তবে পর্যাপ্ত বাস নেই।এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
দূরত্ব বিধি ভুলে পাশাপাশি দাঁড়িয়েই চলছে দরদাম।
বাগমারিতে বাজারে দূরত্ব-বিধির বালাই নেই। সংকীর্ণ রাস্তায় ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা। মাস্ক ছাড়াই দেখা গেল অনেককে।
করোনা আতঙ্ক কোথায়? মিষ্টির দোকানে গায়ে-গায়ে দাঁড়িয়েই কেনা হচ্ছে মিষ্টি।
আনলক ওয়ানের প্রথম দিনেই গাড়ির লম্বা লাইন চিত্পুর লকগেট উড়ালপুলে।
বহুক্ষণ অপেক্ষা করে তবেই মিলছে গন্তব্যে পৌঁছানোর বাস।
দমদম চিড়িয়া মোড়ে বিটি রোডে বাসের অপেক্ষায় যাত্রীরা। মানা হচ্ছে না দূরত্ব-বিধি। করোনা বিধি শিকেয় তুলে চলছে যাতায়াত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -