আনলক ওয়ান: 'দেওয়া হবে না চন্দন-ফোঁটা, বন্ধ চরণামৃত দেওয়া', করোনা সতর্কতায় কোন মন্দিরে কেমন ছবি?
বোলপুরের কঙ্খালীতলার মন্দিরে ভক্তদের সংখ্যা নিতান্ত কম। তেমন কোনও সতর্কতা নেওয়া হয়নি। করোনা সংক্রমণের আশঙ্কায় বিধি-নিষেধের কথা বলা হলেও, পর্যবেক্ষণ বা নজরদারির জন্য কোনও তত্পরতা চোখে পড়েনি। পুণ্যার্থীদের সংখ্যা হাতে গোনা। তবে সকলেই মাস্ক পরে এসেছেন। মন্দিরের তরফে স্যানিটাইজারের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাভপুরে ফুল্লরা মায়ের মন্দিরে ভক্তদের মুখে মাস্ক, তবে আর কোনও সতর্কতা অবলম্বন করা হয়নি।
সাঁইথিয়ার নন্দিকেশ্বরী মন্দিরও খুলে গেল। ঠাকুরমশাইয়ের হাতে স্যানিটাইজার। দেওয়া হবে না কপালে ফোঁটা। করোনা-বিধি মেনে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ব্যবস্থা। দেওয়া হবে না স্নানজল।
বক্রেশ্বর মন্দিরের দরজাও আজ খুলল না। আজ বিকেলে কর্তৃপক্ষের বৈঠকের পর এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে খুলে যাওয়ার কথা মন্দিরের দরজা। কিন্তু অনেক মন্দিরের দরজা আজ খুললও না। যেমন কালীঘাটের মন্দির।
দেখুন, ফিরিঙ্গি কালীবাড়িতে মায়ের মূর্তি।
ফিরিঙ্গি কালীবাড়িতেও বিগ্রহের দর্শন মিলবে, কিন্তু ভিতরে ঢুকে পুজো দেওয়া যাচ্ছে না এখনও।
১ জুন থেকে রাজ্যে সব ধর্মস্থান খুলে যাওয়ার কথা ছিল। এছাড়া আরও অনেক মন্দিরের দরজা খোলেনি।
তালাবন্ধ কালীঘাট মন্দিরের দরজা। কবে খুলবে মন্দির, আলোচনা করে, তবেই সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -