দেখুন রাহুল গাঁধীর মানস সরোবর যাত্রার অদেখা কিছু ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2018 01:28 PM (IST)
1
2
এপ্রিলে কর্নাটকে ভোটপ্রচারের সময় দুর্ঘটনায় পড়তে পড়তে বাঁচে রাহুলের বিমান। তখন মানস সরোবর যাত্রা করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।
3
এর আগে মানস সরোবরের ছবি পোস্ট করে রাহুল লেখেন, এখানে কোনও বিদ্বেষ নেই।
4
জনৈক তীর্থযাত্রীর সঙ্গে রাহুল।
5
রাহুল, এক সঙ্গীর সঙ্গে।
6
রাহুল গাঁধীর মানস সরোবর যাত্রার এই ছবিগুলি কংগ্রেসের টুইটার হ্যান্ডলে আপলোড করা হয়েছে। তাতে ক্যাপশন, সব বিদ্বেষীদের পিছনে ফেলে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী কৈলাস যাত্রা করেছেন। আপনি কি গতি রাখতে পারবেন তাঁর সঙ্গে?