রামায়ণের লব-কুশকে মনে পড়ে? জানেন এখন কেমন আছেন তাঁরা, কী করেন? ছবিতে দেখুন
করোনাভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে। এর কারণে, সব ধরনের শ্যুটিং বন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘরবন্দি মানুষের কাছে রামায়ণ, উত্তর রামায়ণ এবং মহাভারতের মতো পৌরাণিক মেগা-সিরিয়ালগুলি প্রতিদিন পুনঃসম্প্রচারিত হচ্ছে।
পুনঃসম্প্রচার হওয়া সত্ত্বেও উত্তর রামায়ণের টিআরপি শীর্ষে। অনুরাগীদের ভীষণই পছন্দ হয়েছে উত্তর রামায়ণ। আর সকলেই লব-কুশের ভূয়সী প্রশংসা করছেন।
আজ আমরা কথা বলব আটের দশকের দুই শিশুশিল্পীর সম্পর্কে, যাঁরা অল্প বয়সেই দুরন্ত অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন। কোথায় থাকেন এই দুজন এখন? কী করেন? আসুন দেখে নেওয়া যাক।
লবের ভূমিকায় অভিনয় করেছিলেন ময়ূরেশ ক্ষেত্রমদে। দারুণ অভিনয় করেছিলেন তিনি। তবে, উত্তর রামায়ণের পর তিনি পড়াশোনাতেই মনোনিবেশ করেন। আর সেই পড়াশোনা নিয়ে এতটাই মনোযোগী হয়ে পড়েন যে, পরবর্তীকালে অভিনয়ের জগতে আর ফেরেননি। ময়ূরেশ এখম আমেরিকায় থাকেন। সেখানে কমিশন জ্যাকসন নামে একটি সংস্থায় সিইও পদে রয়েছেন। সেখানেই তিনি পরিবারের সঙ্গে পাকাপাকিভাবে বসবাস করেন।
ময়ূরেশ সম্প্রতি সোশ্যান মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে বলেন, আমি পাঁচ বছর বয়স থেকেই অভিনয় করছি। আমার মনে আছে ১৯৮৯ সালের এপ্রিল মাসে আমার বাবা-মা আমাকে জানিয়েছিলেন,যে আমাকে লব-এর ভূমিকায় বাছাই করা হয়েছে। সেই সময় আমার ১২ বছর বয়স। আমি ১৯৯৯ সালে অভিনয় ছেড়ে আমেরিকায় চলে আসি। রামানন্দ সাগর ও উত্তর রামায়ণের গোটা ইউনিটকে ধন্যবাদ জানিয়েছেন ময়ূরেশ।
কুশের চরিত্রে অভিনয় করেন অভিনেতা স্বপ্নিল জোশী।
স্বপ্নিল বর্তমানে হিন্দি ও মরাঠি সিনেজগতে বড় নাম। পরে, কৃষ্ণের চরিত্রেও অভিনয় করেছিলেন স্বপ্নিল।