অ্যাঞ্জেলিনাকে চুম্বন করতে চাইতেন সহ-অভিনেতা কিলমার, কিনে দিতে চেয়েছিলেন ব্যক্তিগত বিমান
২০০৪ সালে 'আলেকজান্ডার' ছবির শ্যুটিংয়ের সময় অ্যাঞ্জেলিনা জোলির প্রতি আকৃষ্ট হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ভ্যাল কিলমার। অস্কারজয়ী অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্ক গড়তেও আগ্রহী ছিলেন বলে খবর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরে কিলমার জানিয়েছিলেন, স্টোন তাঁর এই মন্তব্যকে মজা হিসাবে দেখেননি। কিলমার বলেছিলেন, 'অ্যাঞ্জেলিনাকে চুম্বন করতে এবং ওর জন্য ব্যক্তিগত বিমান কিনতে উদগ্রীব হয়ে উঠেছিলাম।'
যদিও তার ঠিক এক বছর পরে, ২০০৫ সালে অভিনেতা ব্র্যাড পিটের প্রেমে পড়েন অ্যাঞ্জেলিনা।
সিনেমায় তাঁর সঙ্গে অ্যাঞ্জেলিনার রোম্যান্টিক দৃশ্য রাখার জন্য পরিচালক স্টোনকে অনুরোধ করেছিলেন কিলমার। পরে অবশ্য অভিনেতা জানিয়েছিলেন, তিনি নিছকই মজা করে এমন বলেছিলেন।
ইউএস উইকলি পত্রিকার খবর অনুযায়ী, 'আই অ্যাম ইওর হ্যাকলবেরি' বইয়ে কিলমার লিখেছিলেন, অ্যাঞ্জেলিনার সঙ্গে তাঁর ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছে। অ্যাঞ্জেলিনার মা যখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, তখন অভিনেত্রীর পাশেই ছিলেন বলে জানিয়েছেন কিলমার।
এসশোবিজ.কমের খবর অনুযায়ী, পরিচালক অলিভার স্টোনের একটি সিনেমার শ্যুটিংয়ের সময় কিলমার জানিয়েছিলেন, তাঁর ও অ্যাঞ্জেলিনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। অভিনেতা বিলি বব থর্নটনের সঙ্গে তখন অ্যাঞ্জেলিনার সদ্য বিচ্ছেদ ঘটেছে। কিলমারের মনে হয়েছিল, তিনি অ্যাঞ্জেলিনার সঙ্গে ডেট করার সুযোগ পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -