দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রেম দিবস পালন, গাছকে কন্ডোমের মালা পরিয়ে অভিনেত্রীর পুজো করা হয়
প্রেম দিবসে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কোনও না কোনও অভিনেত্রীর পুজো হয়। এ বার সেই জায়গায় পুজো হল অভিনেত্রী দিশা পাটনির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনকি এই ‘দমদমি মাঈ’ নির্বাচনের জন্য হয় ভোটাভুটিও। এই বছর দিশা পাটনির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেত্রী নার্গিস ফকরি। প্রথম বর্ষের পড়ুয়ারা নার্গিসকে চাইলেও দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের ভোটে জিতে যান দিশা। এর আগে ‘দমদমি মাঈ’ হওয়ার সম্মান পেয়েছেন বলিউডের বহু নায়িকা যেমন সানি লিওন, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনরা। পড়ুয়াদের বিশ্বাস এই পুজোয় যোগ দিলে ছ’মাসের মধ্যে প্রেম আসে।
প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি এই গাছকে বেলুন আর জল ভরা কন্ডোমের মালা পরিয়ে সাজানো হয়। সেই সঙ্গে কোনও সাহসী অভিনেত্রীকে বেছে নিয়ে তাঁকে ‘দমদমি মাঈ’ হিসেবে পুজো করা হয়। এই পুজো আসলে প্রেম করার ক্ষমতা দেয় পড়ুয়াদের। সেই মতো এই বছর দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভার্জিন ট্রি-তে ঝোলানো হয় দিশা পাটনির ছবি। তারপর চলে উল্লাশ।
বিশ্ববিদ্যালয় চত্বরেই রয়েছে একটি বাবলা গাছ। সেটিকে ছাত্রছাত্রীরা বলেন, ‘ভার্জিন ট্রি।’
সারা দুনিয়ায় ভ্যালেন্টাইনস ডে পালনের সঙ্গে কোনও ভাবেই মেলে না দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রেম দিবস পালনের ছবি। তাঁদের প্রেম দিবস পালন একেবারেই অন্য রকম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -