বান্ধবী নাতাশার সঙ্গে লন্ডন থেকে মুম্বই ফিরলেন বরুণ ধবন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Aug 2018 04:30 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
সুই ধাগা ছাড়াও বরুণকে দেখা যাবে কর্ণ জোহরের কলঙ্ক ছবিতে।
4
শোনা যাচ্ছে, শিগগিরই বরুণ-নাতাশা বিয়ে করবেন।
5
তার মধ্যেই সময় বার করে গত সপ্তাহে লন্ডন যান তাঁরা।
6
বরুণ এখন সুই ধাগা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে।
7
লন্ডনে ছুটি কাটিয়ে ফিরে এলেন তাঁরা।
8
গতকাল বান্ধবী নাতাশা দালালের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গেল বরুণ ধবনকে।