দেখুন, 'স্ট্রিট ডান্সার থ্রিডি'র প্রচারে কীভাবে নজর কাড়লেন বরুণ-শ্রদ্ধা
web desk, ABP Ananda | 15 Jan 2020 02:49 PM (IST)
1
সব ছবি - মানব মঙ্গলানি
2
বরুণ, শ্রদ্ধা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা, নোরা ফেতেহি।
3
নজর কাড়লেন শ্রদ্ধা।
4
আলোকচিত্রীদের অনুরোধে যুগলে পোজও দিলেন সেটের বাইরে।
5
ছবিটির 'মুকালা' গানটির রিমিক্স ও প্রভু দেবার নাচ ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে।
6
রিয়ালিটি শো-এর মঞ্চে একসঙ্গে পারফর্মও করলেন দুজনে।
7
সম্প্রতি এক রিয়ালিটি শো-এর মঞ্চে হাজির হলেন যুগলে। দুজনের স্টাইল স্টেটমেন্টই নজর কাড়ল।
8
সামনেই মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কপূর ও বরুণ ধবন অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রিডি'। ছবির প্রচারে জুটি বেঁধে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তাঁরা।