দেখুন, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এর স্ক্রিনিংয়ে তারকা সমাহার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2019 10:15 AM (IST)
1
কালো টি-শার্টে নজর কাড়লেন সুনীল-পুত্র অহন শেট্টি
2
অনন্যা পাণ্ডের বাবা ও মা
3
স্ক্রিনিং-এ হাজির অদিতি রাও হায়দারি
4
ফুরফুরে মেজাজে হাজির হুমা কুরেশি।
5
ক্যাজুয়াল সাজে ডিয়ানা পেন্টি।
6
হাজির ছিলেন ইউলিয়া ভান্তুর, ইন্ডাস্ট্রিতে সলমনের বিশেষ বান্ধবী বলেই পরিচিত ইউলিয়া।
7
মালাইকা ও অমৃতা অরোরার সঙ্গে সলমন খানের ভগ্নিপতি আয়ূষ শর্মা।
8
খুনসুটির মেজাজে অর্জুন কপূর, কার্ত্তিক আরিয়ান।
9
নজর কাড়লেন বরুণ ধবন ও সারা আলি খান।
10
স্পেশ্যাল স্ক্রিনিংয়ে হাজের টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়া।
11
শুক্রবার মুক্তি পেল বহু প্রতীক্ষিত মাল্টিস্টারার ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’। মুক্তির আগে স্পেশ্যাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন বলিউডের বহু তারকা।