ভিকি কৌশল, বলিউডের নতুন চমক, তাঁর মডেল বান্ধবীর ছবিগুলো দেখুন
ভিকির বান্ধবী হরলিন মুম্বইয়ে থাকেন। অনেক ছোট বয়স থেকে তিনি কাজ করা শুরু করেছেন। সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
এবার সকলের নজর কাড়লেন ভিকি কৌশলের বান্ধবী হরলিন শেট্টি। তিনি পেশায় মডেল। পঞ্জাবি পরিবারে জন্ম।
এই ছবিতে অন্যান্য মুখ্য চরিত্রে রয়েছেন রণবীর সিংহ, করিনা কপূর খান, অনিল কপূর, আলিয়া ভট্ট, ভূমি পেডনেকর এবং জাহ্নবী কপূর।
শোনা যাচ্ছে ভিকিকে কর্ণের পরবর্তী ছবি ‘তখত’-এ দেখা যেতে পারে।
এছাড়াও বিভিন্ন টিভি শো-র পরিচিত মুখ ভিকির বান্ধবী
সঞ্জু ছবিতে রণবীরের কপূরের বন্ধুর চরিত্রে দেখা যায় ভিকি কৌশলকে। আগামীকালই পর্দায় মুক্তি পাচ্ছে ভিকির ছবি মনমর্জিয়া
ইন্ডাস্ট্রিতে পা রেখেই অল্প কয়েকদিনের মধ্যেই নজর কেড়েছেন ভিকি।
হরলিন শুধু মডেলিং নয়, একতা কপূরের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন
দিন কয়েক আগে প্রকাশ্যে ভিকি এবং হরলিনকে দেখা যায়। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম