নোট বাতিল: বিজ্ঞাপন বিতর্কে কেজরীবালের ট্যুইটের কড়া জবাব পেটিএম প্রতিষ্ঠাতার
পেটিএমের বিজ্ঞাপনে আরও বলা হয়, ‘আব এটিএম নেহি, পেটিএম করো’।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর মোদী সরকার কালো সম্পত্তিতে রাশ টানতে ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এর পরের দিনই পেটিএমের বিজ্ঞাপনে বলা হয়, ‘স্বাধীন ভারতের অর্থনীতির ইতিহাসে মোদী এক বলিষ্ঠ পদক্ষেপ করলেন।’
আপ নেতার ট্যুইটের জবাব পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর ট্যুইটের মাধ্যমেই দিয়েছেন। তিনি লিখেছেন, ‘ডিয়ার স্যার, এতে সবচেয়ে বেশি লাভ হয়েছে দেশের। আমরা একটি টেক স্টার্টআপ যারা ফিনান্সিয়াল ইনক্লুসনে সাহায্য ও ভারতকে গর্বিত করার চেষ্টা করছি’।
কেজরীর ট্যুইট, ‘প্রধানমন্ত্রীর ঘোষণায় সবচেয়ে বেশি লাভ হয়েছে পেটিএমের। পরের দিনই প্রধানমন্ত্রীর ছবি পেটিএমের বিজ্ঞাপনে ছাপা হয়।এর পিছনে কোনও লেনদেন রয়েছে, মিস্টার প্রধানমন্ত্রী?’
কালো টাকার বাড়বাড়ন্ত ঠেকাতে মঙ্গলবার ৫০০ ও ১০০০ টাকার নোট অচল বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘোষণার পরের দিনই অনলাইন ওয়ালেট সংস্থা পেটিএম বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ঢালাও প্রশংসা করেছে মোদীর। আর এই বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। ট্যুইটারের মাধ্যমে তিনি বলেছেন, নোট বাতিলে সবচেয়ে বেশি ফায়দা হয়েছে পেটিএমের।