বিজয়া দশমীর রাবণ দহন- লাল কেল্লায় উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2017 10:07 AM (IST)
1
অনুষ্ঠানে যোগ দেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
প্রধানমন্ত্রী বলেন, আমাদের উৎসব ইতিহাসের সঙ্গে যুক্ত।
3
প্রধানমন্ত্রী বলেন, ২০২২-এর মধ্যে চলুন ইতিবাচক কিছু করি আমরা, যাতে নতুন ভারত তৈরির সংকল্প পুরো হয়।
4
রাবণ দহন উৎসব চলাকালীন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির একান্ত আলোচনা।
5
যোগ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী।
6
অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী ভগবান রাম ও লক্ষণের কপালে তিলক লাগিয়ে তাঁদের আরতি করেন।
7
8
লাল কেল্লা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
9
লাল কেল্লার পাশে মাধবদাস পার্কে রাবণ দহন আয়োজন করে শ্রী ধার্মিক লীলা কমিটি।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -