স্রেফ সন্দেহের বশে 'অন্তঃসত্ত্বা' অজগরকে মেরে ফেলল গ্রামবাসীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2016 06:08 PM (IST)
1
কিন্তু, অজগরের পেট কেটে দেখা যায়, বাছুর নয়, তার পেটে রয়েছে কয়েক ডজন ডিম। গ্রামবাসীরা পরে ওই ডিমগুলিও নষ্ট করে দেয়।
2
এরপর গ্রামবাসীরা মিলে জঙ্গল থেকে অজগরকে বের করে মেরে ফেল।
3
অজগরের পেট দেখে তাঁর সন্দেহ হয়, বাছুরকে সেই গিলে খেয়েছে।
4
খোঁজ করতে গিয়ে তিনি দেখতে পান জঙ্গলে একটি বিশাল অজগর রয়েছে।
5
নাইজিরিয়ার একটি গ্রামে এক ব্যক্তির বাছুর হারিয়ে যায়।