সচিন:আ বিলিয়ন ড্রিমসের প্রিমিয়ারে বিরাট-অনুষ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2017 12:25 PM (IST)
1
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
3
4
5
6
সচিনের সঙ্গে আলাপ করছেন অনুষ্কা।
7
8
অনুষ্কা সময় কাটান সচিন পত্নী অঞ্জলির সঙ্গে।
9
ছবিটির হয় দুটো স্ক্রিনিং। প্রথমটা বিকেল সাড়ে চারটেয়, ক্রিকেট দুনিয়ার জন্য। দ্বিতীয়টা সন্ধে সাড়ে সাতটায়, বলি সেলেবদের জন্য।
10
আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি। তার আগে ছবির প্রিমিয়ারে ছিলেন বলিউড ও ক্রিকেট দুনিয়ার অনেক নামিদামি মুখ।
11
সচিন তেণ্ডুলকরের বায়োপিক সচিন:আ বিলিয়ন ড্রিমসের প্রিমিয়ারে দেখা গেল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -