কোহলির ব্যাটে একাধিক রেকর্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Oct 2016 07:43 AM (IST)
1
রান তাড়া করে সেঞ্চুরির ক্ষেত্রে কোহলি সচিনের ১৪ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন। দেশের মাটিতে সবচেয়ে দ্রুত ৩০০০ রান পূর্ণ করলেন কোহলি। এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
2
একদিনের ম্যাচে সেঞ্চুরির সংখ্যায় কোহলি চতুর্থ স্থানে পৌঁছে গেলেন। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর (৪৯), রিকি পন্টিং (৩০) এবং সনত্ জয়সূর্য (২৮)।
3
একদিনের ক্রিকেটে ২৬ তম শতরান করলেন কোহলি। সবচেয়ে কম ম্যাচ খেলে এতগুলি সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর দখলে।
4
এই অসাধারণ ইনিংস খেলে কোহলি একাধিক রেকর্ড করেছেন।
5
বিরাট কোহলি যখন মাঠে নামেন তখন যেন ধরেই নেওয়া হয়, নতুন নতুন নজির গড়বেন তিনি। অন্যথা হল না মোহালিতেও। গতকাল ভারত নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে একদিনের ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে।ভারতের হয়ে কোহলি ১৫৪ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন।