Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
টেস্টে গাওস্করের রেকর্ড ভাঙার সুযোগ বিরাটের সামনে
এখন টেস্টে এক নম্বর ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। আসন্ন সিরিজে দু দলের অধিনায়কের ব্যক্তিগত লড়াইও জমবে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচিন তেন্ডুলকরের টেস্টে সবচেয়ে বেশি রেটিং ছিল ৮৯৮। সেই রেকর্ডও ভেঙে দেওয়ার মুখে বিরাট
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০-র বেশি রেটিং অর্জন করেছিলেন গাওস্কর। ১৯৭৯ সালে তিনি ৯০০-র বেশি রেটিং পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বিরাটের রেটিং ৮৯৫। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ৯০০-র বেশি রেটিং অর্জন করার সুযোগ থাকছে বিরাটের সামনে
এ মাসের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে বিরাটের সামনে এক নতুন রেকর্ড গড়ার হাতছানি থাকছে
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-০ এবং বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট জয়ের পর এবার ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজের জন্য তৈরি হচ্ছে। সুনীল গাওস্করের রেকর্ড ভেঙে অধিনায়ক হিসেবে টানা ১৯ টেস্টে অপরাজিত বিরাট কোহলি। তিনি নিজে অসাধারণ ফর্মে আছেন। দলও দারুণ খেলছে। ফলে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বিশেষজ্ঞরাও ভারতীয় দলকে নিয়ে আশাবাদী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -