পায়ে ফুটবল বুট, কুম্বলের শাসনের ‘প্রাচীর’ ভাঙলেন বিরাট!
তিনি বাকিদের চেয়ে আলাদা। এটাই তাঁর পরিচয়।
তাছাড়া এটাও ঘটনা যে, বিরাটের স্টাইল কিন্তু বাকিদের থেকে আলাদা। এই হেয়ার স্টাইল বদলাচ্ছেন তো গরমেও গায়ে চাপাচ্ছেন সোয়েটার!
সেজন্যই মনে হয় ক্রিকেটের ২২ গজেও তিনি ভুলতে পারেননি ফুটবলকে।
এজন্য এ আর রহমানের সঙ্গে তিনি গানও গেয়েছেন।
বিরাট ফুটবল প্রিমিয়ার লিগের অ্যাম্বাসাডারও।
বিরাট সত্যিই ফুটবলের গভীর অনুরাগী। ইউরো কাপে বিরাট সমর্থন করছেন জার্মানিকে। তিনি জার্মান অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে নিজের জার্সিও পাঠিয়েছেন।
কিন্তু বিরাট, মনে হয় ফুটবল মিস করছেন। তাই হয়ত ফুটবলের বুট পরেছিলেন।
গত ৪ দিনের সেশনে একবারও ফুটবল খেলতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। নেট সেশনে হয় ব্যাটিং, বোলিং হয়েছে, নয়ত ফিল্ডিং অনুশীলন হয়েছে।
শোনা যাচ্ছে, কোচ কুম্বলে নাকি ট্রেনিং সেশনে ফুটবল খেলার ওপরই নিষেধাজ্ঞা জারি করেছেন। তাই কেন তা সত্ত্বেও বিরাট ফুটবল শ্যু পরে এলেন, তা বোধগম্য হচ্ছে না।
বাকিরা ক্রিকেট শ্যু পরে নামলেও বিরাট ব্যতিক্রম।
কী করেছেন? প্র্যাকটিসে বিরাট ফুটবল বুট পরে মাঠে নামেন।
টিম ইন্ডিয়ার প্র্যাকটিস সেশনে বিরাট কোহলি এমন কিছু করেছেন যা জানলে আপনিও চমকে যাবেন।