টেস্টে ৩,০০০ রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি
তিনি প্রথম ১,০০০ রান করেন ২৭ ইনিংসে, পরের ১,০০০ রানে পৌঁছতে তাঁর লাগে ২৬টি ইনিংস।
২,০০০ থেকে ৩,০০০ টেস্ট রানে পৌঁছতে কোহলির লেগেছে ১৯টি ইনিংস।
তবে সকলের আগে নজফগড়ের নবাব। মাত্র ৫৫ ইনিংস খেলে বীরেন্দ্র সহবাগ নাম লেখান ৩,০০০ রানের অভিজাত ক্লাবে।
মহম্মদ আজহারউদ্দিন ৩,০০০ রান করেন ৬৪টি ইনিংসে।
প্রবাদপ্রতিম ব্যাটসম্যান সুনীল গাওস্করেরও ৬৬টি ইনিংস লেগেছিল ৩,০০০-এ পৌঁছতে।
গৌতম গম্ভীর ৩,০০০ করেন ৬৬ ইনিংসে।
ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ও ৬৭ ইনিংসে করেন ৩,০০০ রান।
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের লেগেছিল ৬৭টি ইনিংস।
এমনকী নভজ্যোত সিংহ সিধুও বিরাটের আগে প্রবেশ করেছেন ৩,০০০ টেস্ট রানের ক্লাবে। ৭০ ইনিংসে তিনি করেন ৩,০০০ রান।
৩,০০০ রানে পৌঁছতে ৭৩টি ইনিংস খেলেছেন বিরাট। তবে এই মাইলস্টোন তাঁর থেকেও দ্রুত ছুঁয়েছেন আরও বেশ কয়েকজন ভারতীয়।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৪২তম টেস্ট ম্যাচের প্রথম দিনেই ভারতীয় অধিনায়ক ছুঁয়ে ফেললেন ৩,০০০ রানের মাইলস্টোন।
২০১১-য় টেস্ট কেরিয়ার শুরু। আর ২০১৬-তেই টেস্টে ৩,০০০ রান করে ফেললেন বিরাট কোহলি।