একদিনের ক্রিকেটে ৩০-তম শতরান করে পন্টিংকে ছুঁলেন বিরাট, সামনে শুধু সচিন
রানের গড়ে অবশ্য সচিন ও পন্টিংকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। সচিন ও পন্টিংয়ের গড় যথাক্রমে ৪৪.৮৩ ও ৪২.০৩। সেখানে বিরাটের গড় ৫৫.৭৫
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচিন ৪৬৩টি ম্যাচে ৪৯টি শতরান, ৯৬টি অর্ধশতরান করেছেন। তাঁর মোট রান ১৮,৪২৬
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান এবং শতরানের হিসেবে বিরাট ও পন্টিংয়ের চেয়ে এগিয়ে শুধু সচিন তেন্ডুলকর
পন্টিং ৩৬৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩০টি শতরানের পাশাপাশি ৮২টি অর্ধশতরান করেছেন। তাঁর মোট রান ১৩,৭০৪। বিরাট মাত্র ১৯৪টি ম্যাচেই ৩০টি শতরান করে ফেললেন। তিনি ৪৪টি অর্ধশতরানও করেছেন। এখনও পর্যন্ত ভারতের অধিনায়কের মোট রান ৮,৫৮৭। নিশ্চিতভাবেই আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বিরাট। ফলে মোট রানের হিসেবেও পন্টিংকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে
পন্টিং ও বিরাট দু জনেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি শতরানকারী ব্যাটসম্যানদের তালিকায় দু নম্বরে আছেন
গতকাল ১১০ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জেতান বিরাট। তাঁর এই রাজকীয় ইনিংসের সুবাদে শ্রীলঙ্কাকে ৫-০ হোয়াইট ওয়াশ করেছে ভারত
বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৩০-তম শতরান করে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করলেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -